শ্রীবরদীতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে সচেতনতা মূলক ক্যাম্পেইন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরনা ইউনিয়নে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় ভায়াডাঙা ব্র্যাকের সহায়তায় ও গবীন্দ্রপুর পল্লী সমাজ নামে একটি সামাজিক নারী সংগঠনের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাবরনা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু, ভায়াডাঙ্গা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর কর্মকর্তা আমিনুল ইসলাম, ভায়াডাঙ্গা পল্লী সমাজের সভানেত্রী সুবেদা বেগম, সাধারন সম্পাদিকা জুলেখা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ প্রমূখ। ক্যাম্পেইনে উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করেন ব্র্যাকের স্বাস্থ্যকর্মী রোকসানা বেগম। এতে পল­ী সমাজের নারীরাসহ এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন অংশ নেন।

Comments (0)
Add Comment