শ্রীবরদীতে ছেলের লাঠির আঘাতে মা নিহত, ছেলে আটক

শেরপুর প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামে শাহ আলীর ছেলে আবু বক্কর (৩০) এর লাঠির আঘাতে মা বানেছা বেগম (৫৫) নিহত হয়েছে। আজ রোববার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছেলে আবু বক্করকে আটক করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে আবু বক্কর তার মোটর সাইকেল পরিষ্কার করার সময় একটি অংশ ভেঙে ফেলে। এ সময় তাকে তার মা বলেছে এভাবে মোটর সাইকেল ভেঙে ফেলছিস কেন? এ কথায় রাগান্বিত হয়ে আবু বক্কর কাঠের লাঠি দিয়ে মায়ের মাথার নিচে চোয়ালে সজোরে আঘাত করে। এতে মা বানেছা বেগম ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় ছেলে আবু বক্কর পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ এসআলম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা বেগম ও আরেক ছেলে ওমর আলীসহ আত্মীয় স্বজনের মাঝে নেমেছে শোকের ছায়া।

Comments (0)
Add Comment