সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

বিডিপত্র ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার আইন ও সালিস কেন্দ্র (আসক) বাদী হয়ে এ রিট দায়ের করেন।

বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে শুনানির জন্য আবেদনটি উত্থাপন করা হয়েছে। রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসনসচিব, আইজিপি, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে নাসিরনগরের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। আর ব্যর্থতার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশনা দেয়া হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে। হিন্দুদের রক্ষা এবং নতুন করে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে তারও নির্দেশনা চাওয়া হয়েছে।বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment