সংশোধনীতে আজমল, আপিলে নয়


স্পোর্টস ডেস্ক:
কিছুদিনের মধ্যেই বোলিং অ্যাকশন সংশোধনীর কাজে নামছেন ওয়ানডে ক্রিকেটের সেরা স্পিনার সাঈদ আজমল। আইসিসির সিদ্ধান্তের বিপক্ষে আপিল করার কোন ইচ্ছাই প্রকাশ করেননি তিনি। বরং তিন থেকে ছয় সাপ্তাহের মধ্যেই নিজেকে সংশোধিত করে খেলায় ফিরতে চান পাকিস্তানি স্পিন জাদুকর সাঈদ আজমল। মঙ্গলবার গল টেস্টে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে আজমলের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করে আম্পায়াররা। আর সেই অভিযোগের সূত্র ধরে অস্ট্রেলিয়ায় ল্যাব পরীক্ষায় ত্র“টিপূর্ণ বোলিং অ্যাকশন ধরা পরে তার। ফলে নিষিদ্ধ হতে হয় তাকে। এর আগে ২০০৯ সালে আজমলের ‘দুসরা’ নিষিদ্ধ হয়েছিল। সেবার অবশ্য আপিল করে শারীরিক গঠনগত কারণ দেখিয়ে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পান তিনি। যেমনটা পেয়েছিলেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। তবে এখন আর মেডিকেল রিপোর্ট কাজে আসে না। আর এত পরীক্ষা নিরীক্ষার পর পাওয়া ফলাফলের বিপক্ষে আপিল করে ফল পাওয়াও কঠিন। সেকারণেই মূলত আপিল করার পথ বেছে নেয়নি আজমল। পিসিবি অবশ্য তাকে বলেছিল আপিল করতে। তবে তা না করে সংশোধনী প্রক্রিয়ায় এক মাসের মধ্যেই নিজেকে ফিরে পেতে আÍবিশ্বাসী আজমল। আর সেই পথে আজমলকে সব ধরনের সহযোগিতা করবে সাকলাইন মুশতাক। আগামী ২২ সেপ্টেম্বর সেই লক্ষ্যে ইংল্যান্ড থেকে লাহোরে আসছেন সাবেক এই গ্রেট পাকিস্তানী অফস্পিনার। আর আজমলের বিকল্প খুঁজার কাজ শুরু করে দিয়েছে পাকিস্তান। কারণ আগামী অস্ট্রেলিয়া সফর ও সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাদের খেলতে হতে পারে আমলকে ছাড়াই।

Comments (0)
Add Comment