সিলেট প্রতিনিধি:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা এবং মানুষের সুখ-শান্তি ও কল্যাণে বর্তমান সরকার অঙ্গীকার নিয়ে কাজ করছে। মন্ত্রী রবিবার বিকেলে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালস্থ মনিপুরি রাজবাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারি মন্দির ও আশ্রমে সার্বজনীন জন্মাষ্টমী উৎসবে ‘সমন্বয়ের অবতার ভগবান শ্রীকৃষ্ণ’ বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত মন্তব্য করেন। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সদস্য সচিব শিবব্রত ভৌমিক চন্দন। সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরো বলেন, ভগবান বিভিন্ন ধর্মের কাছে বিভিন্নভাবে আবির্ভূত হয়েছে, সনাতনধর্মীরা সেটা বিশ্বাস করেন। যুগে যুগে তার প্রেরিত প্রতিনিধির মাধ্যমে সমাজের সকল অশান্তি ও অরাজকতা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানব জাতির শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করাই ছিলো তাদের লক্ষ্য। তিনি বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব যখন হয় তখন সমাজে অত্যন্ত দুর্যোগকালীন সময় ছিলো। এমন অবস্থা থেকে মানব, সমাজ ও দেশকে মুক্ত করাই ছিলো তার প্রধান লক্ষ্য। সকল ধর্মের প্রতিনিধিগণ যুগে যুগে মানব জাতির জন্য শান্তির মহান বাণী নিয়েই আবির্ভূত হয়েছেন। সুতরাং সে অনুযায়ীই কোন ধর্মের মধ্যে সংঘাত-সংঘর্ষ, অশান্তির কোন কারণ নেই। মানুষের সেবা, সুখ ও শান্তি সকল ধর্মেরই কাম্য। অব্যাহত সুখ-শান্তি ও কল্যাণের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্র নাথানন্দ মহারাজ, সার্বজনীন পূজা উদযাপন কমিটি সিলেটের সাবেক সভাপতি শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস। অনুষ্ঠানে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ অন্যান্য অতিথিবৃন্দ।