সদরপুরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্রের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের ইছাহাক মোল্লার একমাত্র পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অর্নাস গ্রুপের মেধাবী ছাত্র মোঃ হাফিজুর রহমান মোল্লা (১৯) নিউমোনিয়া জ্বরে আক্রান্ত হলে গত সোমবার রাত্রে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মানিক গঞ্জের শিবালয় এলাকায় মঙ্গলবার রাত ৯টায় মৃত্যবরন করেন। (ইন্নালিল্লাহি…..রাজেউন ) । গতকাল বুধবার দুপুরে সদরপুর স্টেডিয়াম মাঠে তার নামাজে জানাযা শেষে আমিরাবাদ কবরস্থানে দাফন করা হয়। এলাকার নিরীহ ,শান্ত ও মেধাবী এই ছত্রের অকাল মৃত্যুতে সমাজের সকল মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Comments (0)
Add Comment