সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনা ও গণমাধ্যমের করনীয় শীর্ষক আলোচনা সভা

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩ টায় ৮৮ সি.কে ঘোষ রোডের ৩য় তলায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে ”সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনা ও গণমাধ্যমের করনীয়” র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি এ.কে এম.ফকরুল আলম বাপ্পী চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন স্বাধীন চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভুঁইয়া।
প্রধান অতিথির ভাষনে বলেন, ময়মনসিংহ বিভাগে কোন জঙ্গিবাদের স্থান হবে না। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো আপনারা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। যারা বাড়ির মালিক আছেন এবং যারা ভাড়া থাকেন প্রত্যেকেই যার যার অবস্থানে আশে পাশের লোকদের গতি সম্পর্কে সজাগ থাকবেন। কারন তিন থেকে ছয় মাস সময় লাগে এক জনকে মটিভেট করতে মটিভেট হওয়ার আগেই পুলিশ জানতে পারলে এই পরিস্থিতি হয়তো হতো না। তাই সকলে মিলেমিশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রচারের মাধ্যমে জনসচেতনা তৈরি করতে হবে। আপনাদের সন্তান যেন বিপদের কারন না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মেলামেশা করছে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই ধরনের অনুষ্ঠানের জন্য বিভাগীয় প্রেস ক্লাবএর কর্তৃপক্ষেকে তিনি ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন মাটি ও মানুষ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আশিক চৌধুরী, আলোকিত ময়মনসিংহ ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ ভৌমিক, রাতদিন পত্রিকার সম্পাদক গোলাম মোহাম্মদ খোকন রাজ, বিভাগীয় প্রেস ক্লাব এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন স্বপন, সুবর্ণ বাংলা সম্পাদক আরিফ রেওগীর, দৈনিক বজ্রশক্তি পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ মফিজ উদ্দিন, রাতদিন পত্রিকার নজরুল ইসলাম মিন্টু, আল আমিন , এটিএম মনিরুজ্জামান মনির, এ্যাড.মোঃ জাকির হোসেন রুবেল, বেলাল হোসেন প্রান্ত, সুমন ভৌমিক, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের উদর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment