সরাইলে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ১২ পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে ১২ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গত কাল সকাল ১১টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের মধ্যে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল হক, সংবাদকর্মী শফিকুর রহমানের নাম জানা গেছে। তাদের মধ্যে শফিকুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত পুলিশ সদস্যসহ অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে হরতালের সমর্থনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এলে পুলিশকে লক্ষ্য করে মিছিলকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্য ও এক সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। ওসি আবদুল হক জানান, সংঘর্ষে তিনিসহ ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments (0)
Add Comment