সহিংসতার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আহ্বায়ক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। গত কাল ভোরে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ার বাসা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজীবের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, বুধবার রাতে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে নাশকতার সময় রফিকুল ইসলাম ও গাজী মিয়াকে পেট্রল বোমাসহ আটক করা হয়। তারা জানিয়েছে রাজীবের নির্দেশেই এ নাশকতা করার পরিকল্পনা হয়েছিলো। এছাড়াও রাজীবের বিরুদ্ধে আরো কিছু মামলা রয়েছে।

Comments (0)
Add Comment