গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

file-2গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা এবং তাদের বাড়ি-ঘরে অগ্নি সংযোগের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য আবেদন জানানো হয়েছে।

সোমবার সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া হাইকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিট দায়ের করেন।

এর আগে এই ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ দেন ওই আইনজীবী। কিন্তু নোটিশে জবাব না পাওয়ায় তিনি এ রিট করেন।

Comments (0)
Add Comment