সাটুরিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবক খুন

সাটুরিয়া সংবাদদাতা, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সুশান্ত সরকার (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। এসময় মন্টু সরকারসহ আরো তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবক হরগজ গ্রামের কৃষ্ণপদ সরকারের ছেলে।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, গতকাল বৃহষ্পতিবার বিকেলে হরগজ চরপাড়া গ্রামের একটি চায়ের দোকানে সুশান্তের মামা মন্টু সরকার প্রতিবেশী কমল সরকারের কাছে হাল চাষের পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ৮টার দিকে কমল তার ভাই বিমল ও শ্যামলকে নিয়ে আবার মন্টুর বাড়িতে হামলা করেন। এসময় কমলদের লোহার রডের আঘাতে মন্টু ও তার ভাগ্নে সুশান্ত গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুশান্তকে মৃত ঘোষণা করেন। মন্টু ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাটুরিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, রাতেই নিহতের মামা ঝন্টু সরকার বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Comments (0)
Add Comment