জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের ঘোষ পাড়ার হবি মিয়ার ছেলে রুবেল মিয়া তিল্লি উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
রুবেলের মা সখিনা বেগম জানান, তার ৩ সন্তানের মধ্যে রুবেল মেঝো। বড় মেয়ে বিয়ে করেছেন। রুবেলের জন্ম থেকেই দুই হাত নেই। বড় হওয়ার পর ও একাই স্কুলে যেত। বাবা রিক্সা চালিয়ে রুবেলের লেখা পড়ার খরচ বহন করছে।
রুবেল স্থানীয় তিল্লি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ও তিল্লি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়। সে এ বছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে।
এ ব্যাপারে রুবেল জানায়, আমার হাত নেই সেটা মনেই করি না। আমি একজন নিজেকে প্রতিবন্ধি মনে করি না মানুষ মনে করি। পড়াশুনা শেষ করে সরকারি চাকুরী করে দেশ ও মা- বাবার সেবা করতে চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, রুবেল শারীরিক প্রতিবন্ধি হয়েও সে অন্যসব পরীক্ষার্থীদের সাথে স্বাভাবিক ভাবে পরীক্ষা দিচ্ছে । তার জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ দেওয়া হয়েছে ।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী জানান, রুবেলকে সকল ধরণের সুবিধা দেওয়া হবে। তাকে নিয়মিত প্রতিবন্ধি ভাতা দেওয়া হচ্ছে।