সাটুরিয়ায় ফাঁসিতে ঝুলে দুই জনের আত্মহত্যা

সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পৃথক দুইটি স্থান থেকে দুই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন উপজেলার বালিয়াটির খলিলাবাদ গ্রামের মৃত মাগুর আলীর ছেলে হুকুম আলী (৬৫) ও বালিয়াটির হাজিপুর গ্রামের মৃত মুন্তাজ আলীর ছেলে হযরত আলী (৫৫)। স্থানীয়রা সকালে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ বালিয়াটির খলিলাবাদ গ্রামের হুকুম আলীর মরদেহ তার ঘরের ভেতর থেকে ও হাজিপুরের হযরত আলীর মরদেহ তার বাড়ির পাশে একটি গাছ থেকে উদ্ধার করে।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Comments (0)
Add Comment