সাটুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে এক ব্যক্তি নিহত

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে বেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮ জন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন ময়মনসিংহ জেলার তাঁরাকান্দা উপজেলার কাকড়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) এনামুর রহমান জানান, রাতে নয়াডিঙ্গি এলাকায় সংগ্রাম পরিবহনের একটি বাস এবং ডাব ও তাল বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত ও ৮ জন আহত হন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment