সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এস পি) মো. সাজ্জাদুর রহমান এর সাথে বুধবার এক সৌজন্য সাক্ষাত শেষে তার হাতে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘জঙ্গিবাদ সঙ্কট সমাধানের উপায়’ বইটি তুলে দেন দৈনিক বজ্রশক্তি পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান ও সাতক্ষীরা জেলা হেযবুত তওহীদের সভাপতি শেখ মনিরুল ইসলাম। এ সময় তিনি হেযবুত তওহীদের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন। পুলিশ সুপার হেযবুত তওহীদের এ নিঃস্বার্থ কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এ কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।