ডা: রফিকুল, সাতক্ষীরা : জাতীয় বেতন স্কেলে স্বযংক্রিয়ভাবে বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভূক্তির দাবীতে সাতক্ষীরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করেছে। রোববার বেলা ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শিক্ষকদের অবস্থান ধর্মঘট চলাকালে তাদের দাবির সাথে সংহতি জ্ঞাপন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফল্লাহ। তিনি এ সময় বেসরকারি শিক্ষক-কর্মচারীরা যাতে জাতীয় বেতন স্কেলের সাথে স্বয়ংক্রিয়ভাবে তেন পায় সে ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি , আন্দোলনের যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহমান।
বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিটি কলেজের সাবেক অধ্যক্ষ, প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহবায়ক অধ্যক্ষ মো: ইউনুছ আলি, আন্দোলনের প্রধান সমন্বয়কারী এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতি, অধ্যক্ষ খান আশরাফ আলী, বি এম শামসুল হক, মো: রেজাউর করিম, আব্দুল ওহাব আজাদ, সুধাংশ শেখর, চিত্তরঞ্জন ঘোষ প্রমুখ।
বক্তারা জাতীয় বেতন স্কেলে শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভূক্তির দাবী জানান। জেলার ৭ উপজেলা থেকে আগত কয়েক’শ শিক্ষক-কর্মচারী সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি শিক্ষক-কর্মচারি ফ্রন্টের সদস্যরা অবস্থান ধর্মঘট পালন করেছে। সরকার অবিলম্বে তাদের দাবি না মানতে আগামিতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে।
বাংলাদেশেরপত্র/এডি/আর