সাভারে ১৯ দিন ধরে নিখোঁজ অধ্যক্ষের খণ্ডিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভারে ১৯ দিন ধরে নিখোঁজ কলেজ অধ্যক্ষের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাভার রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে পুতে রাখা নিহতের লাশের কণ্ডিত অংশ উদ্ধার করে। লাশের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন র‌্যাব-৪-এর কমান্ডার রাকিব মাহমুদ খান।

নিহত মিন্টু চন্দ্র বর্মণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামে।

রাকিব মাহমুদ খান জানান, গত ২২ জুলাই আশুলিয়া থানায় ওই শিক্ষক নিখোঁজের জিডি করেন তার পরিবার। ওই ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্ত শুরু করে।

এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।

Comments (0)
Add Comment