সারা দেশে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘট

রাজধানী ঢাকাসহ সারাদেশে সড়ক পরিবহন আইন-২০১৮ সংস্কারসহ ৮ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা।

গত শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবহন শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরুসহ অন্য নেতৃবৃন্দ।

অপরদিকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ মুকবুল আহমেদ ও সদস্য সচিব তাজুল ইসলাম পণ্যবাহী যান চালানোর জন্য মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। নেতৃবৃন্দ পণ্যবাহী যানচলাচল সচল রাখার ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব নির্ধারিত এ সমাবেশে যোগ দিতে বিকাল ৩টার পর থেকে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। এতে ওই সড়কে যান চলাচল প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরু বলেন, আমরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি ঘোষণার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনার জন্য বার বার অনুরোধ জানিয়েছে। কিন্তু আমাদেরকে কেউ আলোচনার জন্য ডাকেনি। এ প্রেক্ষাপটে আমরা সারাদেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছি। এ সময়ের মধ্যে যদি আমাদের আলোচনার জন্য ডাকা না হয় তবে ৩০ অক্টোবর মিটিং ডেকে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।

মালিক- শ্রমিক ঐক্য পরিষদের ৮ দফা : সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, শ্রমিকদের অর্থদণ্ড ৫ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান, সড়ক দুর্ঘটনার জটিলতর মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, ড্রাইভিং লাইসেন্সের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির স্থলে পঞ্চম শ্রেণি করা, কাগজপত্র চেকিং এর নামে সড়কে পুলিশের অহেতুক হয়রানি বন্ধ, ওয়েস্কেলে জরিমানার পরিমাণ কমানো ও কারাদণ্ডের বিধান বাতিল প্রভৃতি।

Comments (0)
Add Comment