অনিয়মের সংবাদ প্রকাশের পর সালথা উপজেলা পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদকে অব্যাহতি

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথা উপজেলায় অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে অনিয়মের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তা প্রমাণিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গত ৮ জুন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগ পরিচালক মো. দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত একটি পত্রে ডা. মো. সাজ্জাদ হোসেনকে সালথা উপজেলা পরিবার পরিকল্পনা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি বোয়ালমারী উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার রবীন বিশ্বাসকে সালথায় অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। রবীন বিশ্বাস উক্ত দুটি পদে দায়িত্ব নিয়ে গত বুধবার যোগদান করেছেন।
জানা যায়, ডা. সাজ্জাদ হোসেন সালথা উপজেলায় ২০১৩ইং সালের ২২ আগষ্ট’ হতে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) এবং ২০১৪ ইং সালের ১৫ ডিসেম্বর’ হতে পরিবার পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে ছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১ ও ২ জুন বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক নবচেতনা, জনপ্রিয় অনলাইন আমার ফরিদপুর, সময়ের কণ্ঠস্বর ও ক্রাইম ভিশনসহ বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক দৈনিক পত্রিকায় অনিয়মের সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি আমলে নেন। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অব্যহতি দেওয়া হয়। এদিকে অব্যাহতি দেওয়া ডা. সাজ্জাদ হোসেন সালথা উপজেলার অতিরিক্ত দায়িত্ব ছাড়তে চাননি বলে একাধিক সুত্রে জানা গেছে।

Comments (0)
Add Comment