ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ রয়েছে। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য হাচান আশ্রাফ অভিযোগ করে বলেন, কিত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও ঐ গ্রামের মৃত আকমাল মোল্যার ছেলে হাবিব মোল্যা পূর্ণরায় সভাপতি না হতে পেরে বুধবার সকালে জোরপূর্বক স্কুলের প্রায় ২০ শতাংশ জমি চাষ করে দখলে নিয়েছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় আখের আলী জানান, এই স্কুলের জমি চাষ করার কারনে শিক্ষার্থীদের খেলার মাঠ বিলীন হয়ে গেছে। এতে শিক্ষক শিক্ষার্থীরা হতাশার মধ্যে পড়েছেন। সেজন্য এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এদিকে আশ্রাফ আলী মেম্বার স্কুলের নতুন সভাপতি হওয়ায় হাবিব মোল্যা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করার পায়তারা করছে। জমি দখলের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত হাবিব মোল্যা তার পৈতৃক সম্পত্তি বলে দাবী করেন।
উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী বলেন, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।