সালথায় নির্বাচনের ফলাফল নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: ভাংচুর, আহত-৬


আবু নাসের হুসাইন, সালথা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ইউপি নির্বাচনের ফলাফল নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, রামকান্তপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৩ নং ইউনিটের সাধারণ সদস্য (মেম্বার) পদে দুই প্রার্থী মান্নান মোল্যা (তালা) প্রতীক ২৯৮ ভোট এবং ছানোয়ার হোসেন (টিউবয়েল) প্রতীক ২৯৮ ভোট পেয়েছেন। ফলাফল ঘোষনার পর দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় তাদের সমর্থকরা একে অপরকে দোষারোপ করে এবং বিভিন্ন ধরণের উস্কানীমূলক কথা চালাচালী হয়। এক পর্যায়ে এবিষয়টি সমাধান করার জন্য এলাকাবাসী সালিশ বৈঠক করেন। এর পরেও দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রবিবার রাতে ছানোয়ারের লোকজন ক্ষীপ্ত হয়ে মান্নান মোল্যার লোকজনের উপর হামলা করে। এতে ছেকেন মোল্যা (৬৫), শাহজাহান (৩৮), আলেয়া বেগম (২৮) ও দোলেনা আক্তার (২৩) আহত হয়। এরই সুত্রধরে আজ সোমবার সকালে উভয় গ্র“পের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষকারীরা ৩/৪টি বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করে। এতে মাজু খাতুন (৯০) ও লিটু মোল্যা (৩০) আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত লিটু মোল্যার অবস্থা আশংকাজনক বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ ডী.এম বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Comments (0)
Add Comment