সালথায় ভাতের সাথে বিষ দিয়ে হত্যার চেষ্টা

সালথা থেকে দিপক মন্ডল ঃ
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের কাজী চাঁদপুর গ্রামের মৃত ইরফান শেখের পুত্র ইদ্রিস শেখের বাড়ির ভাতের পাতিলে বিষ মিশিয়ে পুরো পরিবারকে মারার চেষ্টা করেছিল তার শত্রু পকাষ। ইদ্রিস শেখের সঙ্গে একই গ্রামের ওহিদ মোল্যার ছেলে ফারুক মোল্যার দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়াদি নিয়া বিরোধ চলিয়া আসিতেছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধায় ইদ্রিস শেখের বাড়ির রান্নাঘরে রান্না করা ভাতের ভিতর বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইদ্রিস শেখের স্ত্রী সুফিয়া বেগম সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধায় সে ভাত রান্না করে রান্না ঘরে ভাতের হাড়ি রেখে বাইরে গেলে সেই সুযোগে ১। ফারুক (২৫), পিং- ওহিদ মোল্যা, ২। নজরুল (৩০), পিং- জাফর শেখ, ৩। শাহজাহান (৩৬), পিং- আমানুল্লাহ গং রান্না ঘরের পাশে তাদের পিয়াজের জমি থেকে এসে ভাতের পাতিলে বিষ ঢেলে দেয়। সুফিয়াকে দেখে তারা দৌরে পালিয়ে যায়। রাতে ছেলে মেয়েদের খাবার দিতে গিয়ে ঢাকনা উঠালে ভাতের পাতিল থেকে বিষের গন্ধ বেরিয়ে আসে। পরে সবাইকে ডেকে জানালে তারা পরীক্ষামূলক ভাবে বাড়ির পোষা বিড়ালকে উক্ত ভাত ক্ষেতে দিলে বিড়ালটি কিছুক্ষনের মধ্যে মারা যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষ প্রয়োগ করা ভাতের এবং মৃত্যু বিড়ালের নমুনা সংগ্রহ করে স্থানীয় লোকজনের বক্তব্য গ্রহণ করে।
এ বিষয়ে সালথা থানা অফিসার ইনচার্জ ডিএম বিলায়েত হোসেন বলেন, এ ব্যাপারে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)
Add Comment