২০১৬/১৭ অর্থ বছরে ফরিদপুরের সালথায় সঠিক নিয়মে কর্মসৃজন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার ৮টি ইউনিয়নে ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ ছিলো।
জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচির আওতায় প্রথম পর্যায়ে ২৮টি প্রকল্পে ১৭৭০ জন লিবারের জন্য ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ৪ ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ১৬ এপ্রিল পর্যন্ত চলে এই কাজ। প্রতিটি প্রকল্পের পিআইসিরা সঠিক নিয়মে লিবার উপস্থিতি রেখে কাজ সম্পন্ন করেন। বিভিন্ন প্রকল্পে ঘুরে ৪০ দিনের কর্মসুচি কাজের সফলতা দেখা যায়।
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, এই উপজেলায় প্রথম পর্যায়ে কর্মসৃজন প্রকল্পের মধ্যে ৯৮% কাজের অগ্রগতি হয়েছে।