ফরিদপুরের সালথায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা বাজারের চাউল বিতরণে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ডিলার আবু বক্কারের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, হতদরিদ্রদের প্রতিটি কার্ডে ৩শ’ টাকার বিমিয়ে ৩০ কেজি চাউল বিতরণ করার নিয়ম রয়েছে। কিন্তু ৩০ কেজির পরিবর্তে খোলা বস্তা থেকে প্রতিটি কার্ডে ২৭/২৮ কেজি করে চাউল বিতরণ করে আসছেন ডিলার আবু বক্কার। মঙ্গলবার চাউল বিতরণের সময় সরোজমিনে গিয়ে চাউল কম বিতরণের সত্যতা পাওয়া যায়।
মঙ্গলবার সকালে কুমারকান্দা বাজারে চাউল নিতে আসা হতদরিদ্র রেবেকা বেগম ও মোশারফ হোসেন এ প্রতিনিধিকে বলেন, বিগত দিন থেকে এপর্যন্ত এই কার্ড দিয়ে ডিলার আবু বক্কারের কাছ থেকে ৪বার চাউল উত্তোলন করেছি। প্রতিবারে ৩০ কেজির পরিবর্তে ২৬ থেকে ২৭ কেজি চাউল পেয়েছি।
চাউল কম বিতরণের সময় অভিযুক্ত ডিলার আবু বক্কার সাংবাদিকদের বলেন, আমরা কাউকে চাউল কম দিচ্ছি না। দু-একটা মাপের সময় কমবেশি হতে পারে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী বলেন, উপজেলা নির্বাহী অফিসার আমাকে চাউল বিতরণে পাঠিয়েছে। আমি সরোজমিনে গিয়ে ডিলারকে সতর্ক করেছি যে, কোন প্রকারে চাউল কম দেওয়া যাবে না।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, চাউল কম বিতরণের খবর পেয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে কুমারকান্দা বাজারে পাঠানো হয়েছিলো। এবিষয়ে আমরা তদন্তপূর্বক ব্যাবস্থা নিবো।