এই বিষয় নিয়েই সালমানকে আক্রমণ করেন অভিজিৎ। সালমানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের সমর্থনের অভিযোগও আনেন তিনি। বাঙালি এই গায়কের অভিযোগ, ”পাকিস্তানি ও ভারতীয় শিল্পীদের একটা বিষয়ে খুব মিল। এরা দুই শ্রেণিই ভারতের টাকায় উপভোগ করবে, প্রচার-খ্যাতি কুড়োবে এবং দুজনেই ভারতীয় বিরুদ্ধে গ্রুপ তৈরি করবে।”
অভিজিতের অভিযোগ ফাওয়াদ খান যখন পাকিস্তানের হয়ে গলা ফাটিয়ে প্রকৃত দেশপ্রেমের কথা বলছেন, তখন সালমান ভারতের হয়ে বলতে লজ্জা পাচ্ছে। সালমান সবসময় পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতেই ব্যস্ত থাকেন বলেও অভিযোগ করেন অভিজিৎ। তবে এ বিষয়ে এখনও সালমানের বক্তব্য পাওয়া যায়নি।