সিএমপির ট্রাফিক কনস্টেবল মনির আহম্মদ’কে সংবর্ধনা জানালো জিপিএইচ পরিবার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক বন্দর বিভাগের কনস্টেবল জনাব মনির আহম্মদকে জিপিএইচ ইস্পাত পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার  বিকাল ০৪.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর সম্মেলন কক্ষে  সংবর্ধনা প্রদান করা হয়। মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য জিপিএইচ ইস্পাত এ সংবর্ধনা আয়োজন করে।

অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল, বিপিএম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) জনাব একেএম শহিদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব দেবদাস ভট্টাচার্য্য এবং জিপিএইচ ইস্পাত লিঃ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জনাব মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব ফারুক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) জনাব মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব সঞ্চয় কুমার কুন্ডু, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ মোকতার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, জিপিএইচ ইস্পাত লিঃ এর নির্বাহী পরিচালক জনাব আবু বকর সিদ্দিক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উদ্ধার হওয়া শিশু সাজ্জাদ ও তার পরিবার।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন পুলিশের জন্য এরূপ সংবর্ধনা খুবই গুরুত্বপূর্ন। মনির’কে সংবর্ধনা দেওয়ায় সাড়া পুলিশ বাহিনী সংবর্ধিত হল। এতে পুলিশ সদস্যদের উৎসাহিত করা হল। জিপিএইচ পরিবার তাদের হৃদ্যতা প্রমাণ করলেন। এজন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান। ঘটনার সাথে সাথে বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার করার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল তার বক্তব্যে মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপনকারী পুলিশ কনস্টেবল মনির আহম্মদ’কে সংবর্ধনা দিতে পেরে জিপিএইচ পরিবার খুশি এবং গর্বিত বলে উল্লেখ করেন। পুলিশ কমিশনার এবং জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কনস্টেবল মনির আহম্মদের হাতে সম্মাননা স্বারক ও মেডেল তুলেদেন। পাশাপাশি উদ্ধারকৃত সাজ্জাদকেও পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট বন্দরনগরীর নিমতলা খালপাড় এলাকায় সাজ্জাদ হোসেন নামক এক আট বছরের শিশু পা পিছলে পার্শ্ববর্তী খালে পড়ে যায় এবং মাথা প্রায় পানির নিচে একটি হাত পানির উপরে ছিল। তিনি কাল বিলম্ব না করে নর্দমায় ঝাপিয়ে পড়লেন এবং শিশুটিকে উদ্ধার করলেন। নিজের জীবনের ঝুঁকি থাকার সত্ত্বেও এমন অসাধারণ কাজ করে তিনি প্রমাণ করলেন “মানুষ মানুষের জন্য”। তিনি শুধু পুলিশ বাহিনীর গৌরব বৃদ্ধি করেননি, তিনি বুঝিয়ে দিয়েছেন “সবার উপর মানুষ সত্য, তাঁহার উপরে নাই”। এ কাজের মাধ্যমে তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment