শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম জিয়ার উদ্দেশে বলেন, আপনি সিটি নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র ও চক্রান্ত করেও ৫ জানুয়ারির নির্বাচন আপনি ঠেকাতে পারেননি। সিটি নির্বাচনও বানচাল করতে পারবেন না। সিটি নির্বাচন হবেই।