সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাস খাদে পড়ে পাঁচজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার বানিয়াগাতীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নিরব (৫), শিরিন আখতার (২৮), শাহানা আকতার, ফরিদা খাতুন (২২) ও আপেল (৩২)। এদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে।
পুলিশ জানায়, হতাহতদের মধ্যে অধিকাংশ পোশাককর্মী রয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন জানান,পোশাককর্মী বোঝাই এ্যানি পরিবহনের একটি বাস ঢাকা থেকে গাইবান্ধা যাবার পথে মহাসড়কের ওই স্থানে একটি সিএনজি অটোরিকশা বাঁচাতে গিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পুরুষ,শিশু ও নারীসহ পাঁচজন নিহত হন। এছাড়া,অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা গুরতর।
ট্রাফিক ইন্সপেক্টর আবেদ হোসেন জানান, পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরো জানান, হতাহতদের মধ্যে গার্মেন্টস কর্মী ও তাদের স্বজনরা রয়েছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও সন্ধ্যার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পৌনে ৭টার দিকে র্যা কার দিয়ে বাসটি পানি থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পরপর বাসচালক ও হেলাপার পালিয়েছে।