সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের চাতালে বয়লার বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের রামেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের দিনমজুর ইদ্রিস আলী ও নাসির শেখ। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন। রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।