নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর শহরের শহীদগঞ্জ মহল্লার মৃত আব্দুল মজিদের ছেলে সেলিম আহমেদ (৩৫) ও তার শিশুকন্যা সোহা (৮)।
পরিবারের বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, রাতে সেলিম তার মা সেতারা বেগম ও মেয়েকে ঘুমের ওষুধ খাওয়ান। একপর্যায়ে মাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন সেলিম। তার মা টের পাওয়ায় সেলিম পাশের রুমে গিয়ে মেয়েকে হত্যার পর নিজে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সেলিম আহমেদের মা সেতারা বেগম ও ছোট ভাই মাহমুদুল আলম জানান, প্রায় ২ বছর আগে সেলিমের স্ত্রী শিশুকন্যাকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। গত দু’দিন ধরে সাবেক ওই স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয় সেলিমের। এতে ক্ষোভে ও দুঃখে সে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।