মুন্সিগঞ্জ প্রতিনিধি:
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নে চিকনিসার সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন ও শিশুদের হাতে নতুন বই বিতরণ করা হয়। মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ প্রধান অতিথি হিসেবে উক্ত নতুন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন।
বয়রাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম, উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, উপজেলা প্রকৌশলী আমিনুর রশিদ, উপজেলা সমাজ কল্যাণ অফিসার তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, রসুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল প্রমুখ। এর আগে নেছারাবাদ-বয়রাগাদী নতুন রাস্তার কাজের উদ্বোধন করা হয়।