আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট যেকোন ধরণের স্থল অভিযানের সিদ্ধান্ত নিলে তাতে যোগ দিতে প্রস্তুত রয়েছে সৌদি আরব।ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি’কে বলেন, মার্কিন জোটের স্থল অভিযানে যাওয়ার আগ্রহ থাকলে তাতে ইতিবাচকভাবে অবদান রাখবে সৌদি আরব।
২০১৪ সালের শেষ দিকে মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেয় সৌদি আরব। জোটের মোট সদস্য এখন ৬৫। জোটের সদস্যরা আইএসের ওপর বোমা হামলা চালাচ্ছে। আইএস সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। মার্কিন জোটের বাইরে সৌদি আরবের নেতৃত্বে আরকেটি জোট গঠন করা হয়েছে এবং আসিরি হল এ জোটের মুখপাত্র। গত মার্চ থেকে এ জোট ইয়েমেনে বিমান ও স্থল অভিযান চালাচ্ছে।
সৌদি জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সরকারি বাহিনীকে সহায়তা করছে। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের অনেক এলাকা দখল করেছে এবং ইরান তাদেরকে মদদ দিচ্ছে।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম প্রধান মিত্র হল ইরান। আর আসাদের বিরুদ্ধে যুদ্ধরত মধ্যপন্থী বিদ্রোহীদের সহায়তা করছে সৌদি আরব।