সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার রাতে সিরিয়া-লেবানন সীমান্তবর্তী এলাকায় দুটি সেনাঘাটিতে এ হামলা চালানো হয়। শুক্রবার রাতে সিরিয়া-লেবানন সীমান্তবর্তী কালামুন এলাকায় ১৫৫ ও ৬৩ কৌশলগ ক্ষেপনাস্ত্র ব্রিগেডের ওপর হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী। এই ঘাটি দুটিতে দূর পাল্লার ক্ষেপনাস্ত্র মজুদ করেছিল লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। সিরিয়ার সাবেক বিরোধী দলীয় নেতা হাদি আল বাহারা টুইটারে জানিয়েছেন ১৫৫ ও ৬৫ ব্রিগ্রেডের বাইরে ৯২ ব্যাটালিয়নে বাইরেও হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, এই দুটি ব্রিগেড স্কাড ক্ষেপনাস্ত্র ও স্কাড-বি ক্ষেপনাস্ত্র নিক্ষেপের জন্য দায়ী। সিরিয়ার বিরোধী দলীয় কর্মী আবু আল হাদা আল হেমসি তার ফেসবুক পেজে লিখেছেন, কালামুনের পার্শ্ববর্তী আল কুতায়ফাহ এলাকায় প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের ধরণ নিশ্চিত করছে এটা ছিলো ইসরাইলি বিমান হামলা। অবশ্য এ হামলার ব্যাপারে ইসরাইল সরকারের পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।