সিলেট প্রতিনিধি:
সিলেটে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে প্রাইভেটকারের দুই যাত্রী আহত হন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমল মিয়া (২২) ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের ইমন আলীর ছেলে। প্রাইভেট কারের দুই অরোহী আব্দুর রশিদ (৩০) ও কামরুল ইসলামকে (২৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি জুবের আহমদ জানান, সিলেট থেকে ঢাকাগামী প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার চালক আজমল মিয়া ঘটনাস্থলেই মারা যান।