সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

 

 

 

 

 

 

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর ও জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। গতকাল ভোরে ওই দুই বাংলাদেশি সীমান্তে গরু আনতে গেলে হাটখোলা ক্যা¤েপর বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এরা হলেন- দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের দিদার আলীর ছেলে নবাগেজু (৪০) ও জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে ঝন্টু মিয়া (৩৬)। বিজিবি জানায়, ভোরে নবাগেজুসহ সাত/আটজন গরু ব্যবসায়ী গরু কেনার জন্য মুন্সীপুর সীমান্তে যায়। এ সময় ভারতের হাটখোলা ক্যা¤েপর টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে নবাগেজুকে সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে ধরে নিয়ে যায়।
অন্যদিকে, প্রায় একই সময়ে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের ঝন্টু মিয়াকে সীমান্তের ৬১/৩ এস পিলারের কাছ থেকে ধরে নিয়ে যায় ভারতের নোনাগঞ্জ ক্যা¤েপর টহলরত বিএসএফ। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হলে দুপুরে মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিএসএফ জানায় নবাগেজুকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে কৃষ্ণপুর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে, এ ঘটনার পর থেকে ওই দুই সীমান্তে বিজিবি ও বিএসএফর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Comments (0)
Add Comment