সুনামগঞ্জে ট্রাকচাপায় লেগুনার ২ যাত্রী নিহত

Road-Accidentসুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের কাঠইর এলাকায় ট্রাকের চাপায় হিউম্যান হলারের (লেগুনা র্ব্যান্ড) দুই যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। গত কাল দুপুর পৌনে ২টার দিকে দিরাই-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত হতাহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী লেগুনাটি দিরাই যাচ্ছিল। পথে কাঠইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক লেগুনাটিকে চাপা দিলে এর ১২ যাত্রী আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment