সুন্দরগঞ্জবাসীকে দুটি অ্যাম্বুলেন্স উপহার দিলেন এমপি শামীম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাবাসিকে দুটি অ্যাম্বুলেন্স উপহার দিলেন নব নির্বাচিত এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
গত ১৩ মার্চ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনে ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী বিজয় লাভ করেন। বিজয়ের পর গত ২১ মার্চ শপথ নেয়ার পর অবহেলিত সুন্দরগঞ্জের অসুস্থ্য লোকজনকে সুচিকিৎসা দেয়ার সুবিধার্থে যাতায়াতের পথ সুগম করতে নিজস্ব অর্থায়নে দুটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। শপথ নিয়ে গত ২৫ মার্চ নিজ নির্বাচনী এলাকায় ফেরার সময় তিনি অ্যাম্বুলেন্স ২টি সাথে নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। এসময় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধিত করেন। বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন খুবই শিঘ্রই এ উপজেলা বাসীর চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে আরও ২টি অ্যামুলেন্স প্রদান করা হবে। এতে করে চরাঞ্চলের অবহেলিত মানুষজনের মাতৃত্বকালীন সেবাসহ অসুস্থ্য, অসহায় সাধারণ মানুষেরা দ্রæত চিকিৎসা নিতে রংপুর বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক গুলোতে চিকিৎসা নেয়ার পথ সুগম হলো। এসময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলুসহ স্থানীয় জাপা নেতাকর্মীরা।

Comments (0)
Add Comment