গত শুক্রবার গাইবান্ধা রাবেয়া ক্লিনিকে গৃহবধু মনোয়ারার সীজার করা হয়। কন্যা সন্তানরা সুস্থ রয়েছেন। এক নজর দেখার জন্য ক্লিনিকে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করছে। কাজিউল ইসলাম জেআর ফার্সাসিটিক্যাল কোম্পানীর রংপুর অফিসের মার্কেটিং অফিসার। তিন কন্যার পিতা হওয়ায় কাজিউল খুবই খুশি। এ খুশির কথা জানালেন তার স্ত্রী মনোয়ারা বেগম। উৎসুক দর্শকদের মনোয়ারা বেগম জানান, সকলেই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন।