বাপ্পী রাম, সুন্দরগঞ্জ: গাইবান্ধার সুন্দরগঞ্জে বালু ভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে হারুন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার রামভদ্র সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ মৃত্যুর ঘটনা ঘটে। হারুন মিয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের নয়া মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বালু ভর্তি একটি ট্রলি নয়ার হাট থেকে কদমতলী মুখে যাচ্ছিলো। এসময় ট্রলির চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই হারুন মিয়ার মৃত্যু হয়। সে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামে তার নানা মৃত জিয়ারুল কসাইয়ের বাড়িতে থাকতো। ঘাতক ট্রলি চালক পলাতক রয়েছে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জিয়ারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয় নাই।