সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বুধবার(২০মার্চ) প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কুড়িগ্রাম হতে নৌ-পথে স্প্রিড বোর্ডে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নে তিস্তার ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজার খেয়াঘাটে স্থানীয় এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে এক জনসভায় বক্তব্য রাখেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এসময় আরোও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সোলেমান আলী, থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান, উপজেলা আ’লীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন, যুগ্ম আহবায়ক সাজেদুল ইসলাম, রেজাইল আলম রেজা, আশরাফুল ইসলাম সরকার লেবু, উপজেলা জাতীয় পার্টিরসহ সভাপতি আনছার আলী সরদার, আহসান হাবীব খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমূখ। প্রতিমন্ত্রী বলেন, আমি পরিদর্শন করে গেলাম। পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।