সুন্দরগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বাপ্পি রাম, সুন্দরগঞ্জ: শুক্রবার বিকাল চারটায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় “আলোর মিছিল বিদ্যা নীড়” স্কুলের হলরুমে হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ ধর্মব্যবসা সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে শান্তি পূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোর মিছিল বিদ্যা নীড় স্কুলের পরিচালক মোঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি বাপ্পী রাম রায়, হেযবুত তওহীদের গাইবান্ধা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশেরপত্র.কমের সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ এনামুল ইসলাম , জনকল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী পরিচালক মোঃ বশিরুল আলম রিজু প্রমুখ।

Comments (0)
Add Comment