আদেশে বলা হয়েছে, পাসপোর্ট আদালতে দাখিল করলেও তার জামিননামা (বেলবন্ড) মঞ্জুর করতে বলা হয়েছে।
আজ জামিন আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে আপিল বিভাগ। শফিক রেহমানের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহববুব হোসনে, এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ জামিন মঞ্জুর করেন। এই জামিন মঞ্জুরের ফলে তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।