সৈয়দপুরে গাঁজাসহ নারী বিক্রেতা আটক

সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার বেলা ১২টার সময় ৮৫ পুরিয়া গাঁজাসহ এক নারী বিক্রেতাকে ধাওয়া করে আটক করেছে পুলিশ। আটককৃত নারী বিক্রেতার নাম হাসিনা (৩৪)। সে দীর্ঘদিন ধরে শহরের কাজীপাড়ার মীঢ়ধাপাড়ায় নিজ বাড়িতে গাঁজা, হিরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য রেখে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ওই বাড়িতে হানা দিতে গেলে মাদব বিক্রেতা হাসিনা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে বানিয়াপাড়া রেললাইন এলাকা থেকে ৮৫ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় মামলা হয়েছে।

 

 

Comments (0)
Add Comment