বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি অবতরণ করার পর নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের মূল ট্র্যাক থেকে সরে যায় এবং কিছুদূর গিয়ে ধান খেতের পাশে সামান্য কাত হয়ে থেমে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ইউএস বাংলার সৈয়দপুর ইনচার্জ রাকিব মুস্তাকিন জানান, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তাদের সরিয়ে নেওয়া হয়েছে। দূর্ঘটনার পর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ করে দেওয়া হয়। বিমানটিকে উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহিন আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ৭ টার দিকে বিমানটি ঢাকা থেকে সৈয়দপুরে আসে। অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে সরে যায়। খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে এটা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ তিনি জানান, দূর্ঘটনার তিন ঘণ্টা পর বিমানবন্দরে বিমান উঠানামা শুরু হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর