নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূতের ঘটনা ঘটেছে এতে বিদুৎস্পৃষ্টে এক দোকানীর মৃত্যু হয়।
জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের হাজী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এদিকে দোকানে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে রাহাত হোসেন নামের এক দোকানীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২১এপ্রিল) সকালে হাজী সুপার মার্কেটের কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা।
মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোনাইমুড়ি স্টেশন অফিসার রেজাউল করিমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এরই মধ্যে দুটি মুদি দোকান ও একটি ওষুধের দোকান পুড়ে যায় এবং রাহাত হোসেন নামের এক দোকানির মৃত্যু হয়।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত রাহাত হোসেনের বাড়ি পার্শ্ববর্তী কুমিল্লা জেলার বিপুলাসার ইউনিয়নে। তিনি কাবিলপুর গ্রামে নানার বাড়িতে থেকে মুদি দোকানের ব্যবসা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
এ ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা রেজাউল করিম। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ জানান, মুদি দোকানদার রাহাতের বাড়ি কাছে হওয়ায় আগুণ দেখে সে দোকানে ছুটে আসে এবং বিদ্যুতের তার গলে তার গায়ে পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহাত মারা যায়।