সোনাগাজীতে গৃহবধূর আত্মহত্যা

সৈয়দ মনির হোসেন, সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পারিবারিক কলহের জের ধরে বিবি খতিজা (৩৫) নামের এক গৃহবধু আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে । সোমবার বিকেলে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পশ্চিম চর চান্দিয়া গ্রামের সওদাগর হাট সংলগ্ন ফারুক মিকারের বাডীতে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা যায়, ৪ বছর পূর্বে একই ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া গ্রামের ৭নং ¯øুইজ গেইট সংলগ্ন আবদুর শুক্কুরের ছেলে রুবেলের সাথে বিয়ে হয়। তাদের ঘরে দু’বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। শ্বশুর-শ্বাশুড়ির সাথে মনমালিন্য থাকায় স্বামী সহ খতিজা পিতার বাড়ীতে আশ্রয় নেয়। পিতার বাড়ীতে ঘর করে দেয়ার জন্য স্বামী রুবেল খতিজা ও তার পিতা-মাতা কে চাপ দিতে থাকে। এ নিয়ে কয়েক মাস যাবৎ তাদের পারিবারিক কলহ চলে আসছে। এরই জের ধরে খতিজা পিতার বসতঘরে সিলিং এর সাথে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে বলে অনেকে ধারনা করছেন। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি বলেন ময়না তদন্তের পর আত্মহত্যা কিনা জানা যাবে।

Comments (0)
Add Comment