সৈয়দ মনির আহমদ, সোনাগাজী প্রতিনিধি: মুন্সীগঞ্জের সোনাগাজী পৌরসভাস্থ উত্তর চর ছান্দিয়া গ্রামে অভিযান চালিয়ে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, বৃহষ্পতিবার দিবাগত রাত ১টায় তালিকাভুক্ত মাদক ব্যাবসায়ী রহিম উল্যাহর (৪৮) বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মডেল থানার এসআই নাছির উদ্দিন ও এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। সে ওই গ্রামের চকিদার বাড়ীর মৃত সফি উল্যাহর পুত্র। রহিমরে বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের ছটাগো বাড়ীর বাদশা মিয়ার ছেলে মোঃ হাসান (২৫) ও ভৈরব রাস্তার মোড় এলাকার হালিমের নতুন বাড়ীর আবদুল হালিমের ছেলে ফজলুল হক সুমন (২৪ কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন ও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাসানের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এলাকাবাসী জানায়, ওই সব মাদক ব্যাবসায়ীরা পৌর যুবলীগের সভাপতি অপুর সহযোগীতায় দীর্ঘ দিন যাবত পৌরসভা এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলে । বহুবার যৌথ বাহীনি অভিযান চালিয়ে ব্যার্থ হয়।