সোনাগাজী প্রতিনিধি, ফেনী: সোনাগাজী উপজেলার চাঞ্চল্যকর যুবলীগ নেতা বেলাল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী যুবদল কর্মী এমরান (২৮) ও অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর ইমরান (৩০) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। জানা যায়, বৃহষ্পতিবার সকালে ছাড়াইত কান্দি গুন্ধুনীর বাড়ী থেকে যুবদল কর্মী এমরান কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফেনীর সদর ও সোনাগাজী থানায় হত্যা, ডাকাতি, নাশকতা সহ ৫টি মামলা রয়েছে। এলাকাবাসী জানায় সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ডাকবাংলা নামক স্থানে অভিযান চালিয়ে মীর এমরানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র , নাশকতা সহ তিনটি মামলায় রয়েছে।