সৈয়দ মনির আহমদ, ফেনী: সোনাগাজীতে আবারো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু । মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার আহম্মদপুর গ্রামের খোকন দাসের বাড়ীর নিমাই চন্দ্র দাসের ছেলে প্রান্ত দাস (১৫) বিদ্যুতায়িত হয়ে নিহত হয়। জানা যায়, বাড়ীর পিছনে বাগান বাড়ীতে কাজ করার সময় প্রতিবেশী আবদুল মান্নানের অবৈধ বিদ্যুৎ লাইনে পৃষ্ট হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে প্রান হারায় প্রান্ত । সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে এসআই রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হচ্ছে। প্রসঙ্গত; গত রবিবার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের আশ্রাফ আলী মিয়াজি বাড়ীর আবদুল মান্নান (৭০) বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে চর গনেশ গ্রামের রুবেলের মৃত্যু হয়।