ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলা তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভের মুখে পালিয়ে গেলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ সমর্থীত স্থানীয় ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বিটু। সরজমিনে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের উন্নয়ন বাজেট পাশ করানোর কথা বলে শিক্ষার্থীদেরকে চেয়ারম্যান বিটুর ব্যাক্তিগত শোডাউনের জন্য সোনাগাজীতে নিয়ে যায়। একাধিক ছাত্রের অভিভাবক জানান, সোনাগাজী জিরোপয়েন্টে ছাত্রদের দিয়ে বিটু মিছিল করানোর ফলে ভীড়ে অনেক ছাত্র আহত হয়। আহত ছাত্ররা সোনাগাজীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়। এ ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকেেদর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার সকালে বিটু বিদ্যালয়ের আসার খবরে ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও ভাংচুর করে, তাকে একাডেমিক ভবনে অবরুদ্ধ করে রাখে এবং তাকে সহযোগীতা করায় “প্রধান শিক্ষক ইছহাককে বরখাস্ত কর করতে হবে” শ্লোগান দেয়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ শিক্ষক ইছহাককে উদ্ধার করে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিন জানান, অভিযোগ পেয়ে আমি প্রধান শিক্ষক কে নিষেধ করেছিলাম কিন্তু তিনি আমার কথা শোনেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। ছাত্রদের বিক্ষোভের ব্যাপারে চেয়ারম্যান বিটুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কিছু বহিরাগত লোক আমার বিরুদ্ধে কোমলমতি ছাত্রদের মাঠে নামিয়েছে।